ঢাকা, ৭ মার্চ (কুইকপোস্ট নিউজ)
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচিকে কেন্দ্র করে আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজনকে আটক করা হয়েছে।
সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সতর্ক করে জানিয়েছিল, ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের যেকোনো কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। তবুও জুমার নামাজ শেষে সংগঠনটির সমর্থকরা ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত’ স্লোগান দিয়ে মিছিল শুরু করে। প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিলের পর পুলিশের বাধার মুখে পড়ে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের পর মিছিলকারীরা অলিগলিতে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা আবার জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ দ্বিতীয় দফায় লাঠিচার্জ ও গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় মিছিলকারীদের ইট-পাটকেল ছোঁড়ার ঘটনাও দেখা গেছে। ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তবে সঠিক সংখ্যা পরে জানানো হবে।”
গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে হিযবুত তাহরীর প্রকাশ্যে কার্যক্রম বাড়িয়েছে। গত ৭ আগস্ট তারা জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে এবং সেপ্টেম্বরে জাতীয় প্রেসক্লাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানায়। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের পর সৃষ্ট শূন্যতায় এই সংগঠন প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তবে সরকার ও জনগণের একাংশ এটিকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। এই ঘটনা কি আরও বড় অস্থিরতার ইঙ্গিত? সময়ই বলে দেবে।