মাগুরা, ৭ মার্চ (কুইকপোস্ট নিউজ)
মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এক ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় শিশুটির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পুলিশ শিশুটির বোনের স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী এবং তার বাবা-মায়ের সঙ্গে মাগুরার শ্রীপুর গ্রামে থাকে। কয়েকদিন আগে সে বড় বোনের পরিবারের সঙ্গে দেখা করতে মাগুরা শহরে আসে। বোনের বাড়িতে একা থাকার সময় এই নৃশংস ঘটনা ঘটে। শিশুটির বোন জানান, তিনি সকালে কাজে গিয়েছিলেন এবং দুপুরে ফিরে এসে তাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। প্রাথমিক চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ধর্ষণ ও শ্বাসরোধের চেষ্টার আলামত পান। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় স্থানান্তর করা হয়।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, “আমরা শিশুটির বোনের স্বামী ও তার বাবাকে আটক করেছি। তদন্ত চলছে।” ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক সার্জারি ইউনিটের প্রধান ড. মো. শামীদুর রহমান বলেন, “শিশুটির অবস্থা এখন স্থিতিশীল, তবে আরও পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।” এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মাগুরা শহরে বিক্ষোভ মিছিল করেছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।